অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে লঞ্চ
প্রকৌশল প্রতিবেদক :
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপননের আলোকে অর্ধেক আসন খালি রেখে, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুলাই থেকে দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপননের ভিত্তিতে এ বিষয়ে কিছুক্ষনের মধ্যে বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠাবো।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য শিথিল করা হয়েছে। তবে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।