পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি : মানতে হবে যেসব নির্দেশনা


ডেস্ক নিউজ
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি : মানতে হবে যেসব নির্দেশনা
  • Font increase
  • Font Decrease

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরীক্ষামূলকভাবে এ সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সার্ভিস লেন ব্যবহার করে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলে চলাচল করা যাবে। সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না। মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।  

কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।