করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ


ক্রীড়া ডেস্ক :
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। এখন বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুজনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তিনি তা পারছেন না।

খালেদ মাহমুদ সুজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি শুনেছি তিনি অসুস্থ। এই কারণে টিম হোটেলে তিনি উঠছেন না।’

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে থাকা হচ্ছে না মাহমুদের। ঘরের মাঠে সিরিজ হওয়ায়, মাহমুদের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেয়া হবে না বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন সুজন। দুবার নেগেটিভ আসার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে দেখা যায়নি মাঠে। ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি।