পদ্মা সেতুর নির্মাণে সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ : সেতুমন্ত্রী


প্রকৌশল নিউজ :
পদ্মা সেতুর নির্মাণে সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ : সেতুমন্ত্রী

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর নির্মাণকাজে সার্বিক অগ্রগতির হার ৮৬ শতাংশ।

রোববার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী বছরের জুন মাসেই এই সেতু উদ্বোধন করা হবে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হার ৬৯ শতাংশ বলেও জানান সেতুমন্ত্রী।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রকৌশল নিউজ/এমআর