সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ


প্রকৌশল নিউজ ডেস্ক :
সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
  • Font increase
  • Font Decrease

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রেল বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, রাত ১২টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। 

এর আগে করোনার সংক্রমণ রোধে সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় লকডাউন ঘোষিত সাত জেলায় ট্রেন থামবে না। ফলে কোনো যাত্রী উঠতে বা নামতে পারবেন না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। এর এক দিন পরেই সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা এলো।