আগামী মাসে মেট্রোরেলের আরো দুই চালান আসবে
 
                                               
                                                    ফাইল ছবি
আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রোরেলের আরও দুটি চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছাবে বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন- ৯।
জাহাজটি গত ২২ জুন জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের আশা, জুলাইয়ের শেষ সপ্তাহে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়বে।
এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে জাপানি পতাকাবাহী জাহাজ ‘এসপিএম ব্যাংকক’ ও ৯ মে মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে আসে ‘এমভি ওশান গ্রেস’। রেলওয়ের এ কারগুলো জাপানের ‘কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড’ তৈরি করেছে বলে জানা গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমদানি ও খালাস হবে।
জানা গেছে, এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট ৩১.২৪ কিলোমিটার পথে মেট্রোরেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা, বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে।



 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            