মুন্সিগঞ্জে হেফাজতের হামলায় মাথা ফাটলো ওসির
হেফাজতে ইসলামের অনুসারীরা দায়িত্ব পালনকালে হামলা চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনের মাথা ফাটিয়ে দিয়েছে । এই হামলায় ওসি, এসআই সেকেন্দার আলীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সিরাজদিখানের শিকারপুর ও শুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ও নিমতলি এলাকায় জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টা চালাচ্ছিল হেফাজতের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপরবড় বড়শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে তাদের আক্রমণ করে। সে সময় থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যরা আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হেফাজত অনুসারীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, হামলায় সিরাজদিখান থানার ওসির মাথা ফেটে গেছে। আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। খুব দ্রুতই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকৌশল নিউজ/এমআর