মধুতে ভেজাল দেওয়ার অভিযোগে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল আটক


আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :
মধুতে ভেজাল দেওয়ার অভিযোগে ১৫ বস্তা চিনিসহ  ৭ মৌয়াল আটক
  • Font increase
  • Font Decrease

সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে  ১৫ বস্তা চিনি ও ভেজাল মধু তৈরির সরঞ্জামাদিসহ সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগ।

শুক্রবার (২১ মে) মৌয়ালদের আটক করার বিষয়টি নিশ্চিত করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।

সুলতান আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ৯ নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে ১৫ বস্তা চিনি ও মধু তৈরির সরঞ্জাম নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্য রাতে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন সাত্তার মোড়ল (৪৫), কুবাত আলী (৫০), শাহাদাত (৫০), সাহেব আলী (৫২), ইয়াসিন গাজী (৪৫), মজিদ গাজী (৫০) সবাই গাবুরা ইউনিয়নের ৯নং সরা গ্রামের বাসিন্দা। অপরজন পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের আবু বক্কর (৫২)।

আটককৃতদের কাছ থেকে ২টি নৌকা, ১৫ বস্তা চিনি, ৩৫ টি ড্রাম, দাঁড় ৯ টি, ৪ টি বৈঠা সহ দা-কুড়াল ও বল্ব উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

প্রকৌশলনিউজ/সু