আখের রস-তরমুজ ব্যবসায়ীর বাগবিতণ্ডা : আঘাতে একজনের মৃত্যু


প্রকৌশল প্রতিবেদক :
আখের রস-তরমুজ ব্যবসায়ীর বাগবিতণ্ডা : আঘাতে একজনের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

রাজধানীর শাহবাগ থানার বঙ্গ বাজারের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে এক ব্যবসায়ীর শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সেলিম চৌধুরী (৫০) ওই এলাকায় তরমুজের ব্যবসা করতেন। এ ঘটনায় আখের রস ব্যবসায়ী সুলতানকে (৩২) আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহিনুর বেগম বলেন, বঙ্গ বাজার মার্কেটের সামনে ফুটপাতে আমার স্বামী তরমুজ বিক্রি করেন। আখের রস ব্যবসায়ী সুলতানের সঙ্গে দোকান বসানো নিয়ে তার বাগবিতণ্ডা হয়‌। একপর্যায়ে সুলতান আমার স্বামীকে শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেলে অন্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সামান্য দোকান বসানো নিয়ে আমার স্বামীকে এভাবে মেরে ফেলল। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না।

শাহিনুর বেগম বলেন, আমরা বঙ্গ বাজার সংলগ্ন পুরাতন রেল কলোনি বস্তিতে থাকি। আমাদের তিন মেয়ে ও দুই ছেলে আছে। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

তরমুজ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারি বঙ্গ বাজার ফুটপাতের সামনে দোকান বসানোকে কেন্দ্র করে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান মেশিনের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন সেলিম। ঢাকা মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস