ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৩ কোটি টাকা গায়েব


প্রকৌশল প্রতিবেদক:
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৩ কোটি টাকা গায়েব
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে পৌনে ৩ কোটি টাকা কোটি টাকা লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার সকালে বংশাল থানার এসআই মাসুম বিল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ডিএমপির বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।

ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলেও জানান আবুল কালাম। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

প্রকৌশল নিউজ/এমআরএস