সরকারের সকল সুবিধা বাস্তবায়ন করা হবে: নাহিদ নিগার


নিউজ ডেস্ক:
সরকারের সকল সুবিধা বাস্তবায়ন করা হবে: নাহিদ নিগার
  • Font increase
  • Font Decrease

শপথ নেয়ার উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর)। বুধবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর) বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি। 

সংসদ সদস্য নাহিদ নিগার বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উপজেলাকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবেও বলেও জানান তিনি। 

সরকারের সকল সুবিধা যাতে উপজেলায় বাস্তবায়ন সেই বিষয়ে কাজ করে যাবেন বলেও জানান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর)।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী বলেন, সকলের সহযোগিতায় সুন্দরগঞ্জ উপজেলা উন্নয়নে কাজ করে যাবো। উপজেলার সমস্যা গুলো জানবো। জানার পর উপজেলার কিভাবে সেগুলো করা যায় তার একটা পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

সুন্দরগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী।