এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা, যাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা


প্রকৌশল প্রতিবেদক :
এয়ার ইন্ডিয়ায় সাইবার হামলা, যাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা
  • Font increase
  • Font Decrease

সাইবার হামলার শিকার হয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এতে প্রায় ৪৫ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা করছে তারা।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০১১ সালের ২৬ অগস্ট থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে’। 

মনে করা হচ্ছে, প্রায় ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে বিমান সংস্থা।

সংস্থাটি আরও জানিয়েছে, তথ্য চুরি হওয়ার পর যা যা পদক্ষেপ করার দরকার, তা করা হয়েছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।