চলন্ত ট্রেনে হামলা : বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল


প্রকৌশল নিউজ ডেস্ক :
চলন্ত ট্রেনে হামলা : বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল
  • Font increase
  • Font Decrease

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকা অতিক্রমের সময় চলন্ত ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস উপর হামলা চালায় বিক্ষোভকারীরা।

রোববার সকালের এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় ইটপাটকেলের আঘাতে ট্রেনের বিভিন্ন বগির জানালা ও ইঞ্জিনের সামনের কাচ ভেঙে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তাদের সমর্থকরা ট্রেনটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ট্রেনটির ইঞ্জিন ও বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনটি উল্টো পথে কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। ফলে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।