সংক্রমণ প্রতিরোধে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ


প্রকৌশল নিউজ ডেস্ক :
সংক্রমণ প্রতিরোধে ঢাকা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা নতুন করে আশংকাজনক হারে বেড়ে যাওয়ার কারণে শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার জাতীয় চিড়িয়াখানা ও রংপুরের চিড়িয়াখানা সব রকমের দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে, সে জন্য ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ ভাইরাসের পুনর্বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত বছরের ২০ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রথমবারের মত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর প্রায় ৮ মাস পর ১ নভেম্বর পুনরায় দর্শনার্থীদের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মোক্ত করে দেওয়া হয়।