শুদ্ধাচার পুরস্কার পেলেন পুলিশের ৯৫ সদস্য
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তা/কর্মচারী ২০১৯-২০২০ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় পুরস্কার প্রাপ্তদের মধ্যে ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের ২২ জন কর্মকর্তা/কর্মচারীকে বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুদ্ধাচার সম্মাননা সনদ প্রদান করা হয়।
অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনস্পেকশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মোঃ রেজাউল হক। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মত প্রদানকৃত শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, একজন অ্যাডিশনাল ডিআইজি, ছয় জন পুলিশ সুপার, ২১ জন অতিরিক্ত পুলিশ সুপার, সাত জন সহকারি পুলিশ সুপারসহ বিভিন্ন পদের ৯৫ জন কর্মকর্তা/কর্মচারী রয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারী কর্মকর্তা আছেন ছয় জন।
প্রকৌশল নিউজ/এমআরএস