মগবাজার ট্রাজেডি : আজও চিকিৎসাধীন যুবকের মৃত্যু


প্রকৌশল প্রতিবেদক:
মগবাজার ট্রাজেডি : আজও চিকিৎসাধীন যুবকের মৃত্যু

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালেও আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। মো. নুর নবীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি পেশায় ভ্যান চালক। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাজপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে তিনি। রাজধানীর অ্যালিফেন্ট রোডে বাটা সিগনাল এলাকার একটি মেসে ভাড়া থাকতেন নুর নবী।

তার বাবা পেশায় কৃষক। গ্রামে তার স্ত্রী পপি আকতার ও আব্দুল্লাহ (৬) নামে এক সন্তান রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।

প্রকৌশল নিউজ/এমআরএস