মেট্রোরেলের আরও ১০ বগি ও দুইটি ইঞ্জিন মংলায় পৌঁছেছে


প্রকৌশল প্রতিনিধি:
মেট্রোরেলের আরও ১০ বগি ও দুইটি ইঞ্জিন মংলায় পৌঁছেছে
  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকায় নির্মানাধীন মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-০৯। মঙ্গলবার বিকাল ৪টায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করা হয়।

গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ৪৩টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদের ছুটির পর মেট্রোরেলের জন্য আনা এসব পণ্য খালাস করা হবে।

এর আগে গত ৩১ মার্চ আরও ছয়টি বগি দেশে আসে। এভাবে ২০২২ সালের মধ্যে ২২টি জাহাজে করে ১২০টি মেট্রোরেলের বগি আসবে।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি/এমআরএস