ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন


প্রকৌশল প্রতিবেদক :
ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন
  • Font increase
  • Font Decrease

ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। সরাসরি রেলপথে বেনাপোল হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় ‘ইন্দ-বাংলা এক্সপ্রেস’।

বুধবার  সকাল ১০টা ২০ মিনিটে ১০টি কন্টেইনারে এই অক্সিজেন আনা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি অক্সিজেন নামিয়ে এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘লিন্ডে বাংলাদেশ’ করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এই তরল মেডিক্যাল অক্সিজেনের আমদানিকারক। রফতানিকারক ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

শ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এই অক্সিজেন গ্রহণ করেন। তরল এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ স্টেশনে খালাস করা হচ্ছে। খালাসের পর অক্সিজেন লিনডে বাংলাদেশ লিমিটেডের গাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের জামসেদপুর টাটানগর থেকে ছেড়ে রাত ১০ টা নাগাদ বেনাপোল সিমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এর আগে গত ২৪ জুলাই ২০০ মে. টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে প্রথম চালানটি দেশ আসে। এর ফলে দেশে করোনা রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে সহায়ক হবে।