১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরু


প্রকৌশল প্রতিবেদক :
১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরু
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন মেডিকেল সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১৩ তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরু হবে বলে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

শিক্ষাকার্যক্রম বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দেড় লাখ শিক্ষার্থী মেডিকেল-নার্সিংয়ে আছে। তাদের রোগীর কাছে যেতে হবে। নইলে শিক্ষা অপূর্ণ রয়ে যাবে। তারা পরিপূর্ণ শিক্ষা পাবে না। আমাদের টেকনিক্যাল কমিটি, ভিসি মহোদয়রা, মন্ত্রণালয়ের সচিব, ডিজিরা, সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ফিজিক্যালি ক্লাস শুরু করা দরকার। না হলে অনেক বড় গ্যাপ পড়ে যাবে। আমরা ইন্টার্ন ডাক্তার পাবো না।  সে সকল চিন্তা করে আমরা সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নিতে যাচ্ছি। পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দিবো।’

প্রকৌশলনিউজ/সু