ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা সোনাই নামে একটি বিকল পাথরবোঝাই ট্রাককে একটি বাস ধাক্কা দিলে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুটি বাস পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলো। এদিকে চেলেরঘাট এলাকায় পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।
পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের সেবা পরিবহনের বাসটির পেছনের অংশ দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন।
দাঁড়িয়ে থাকা সোনাই ট্রাকের চালক মো. ইয়াসিন আলী গণমাধ্যমকে জানান, ট্রাকে পাথর নিয়ে ময়মনসিংহ আসছিলাম। চেলেরঘাট এলাকায় এলে আমার ট্রাকের ডান পাশের সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। তখন ট্রাকটি রাস্তার ডান পাশে সাইড করে সর্তক সংকেত হিসেবে গাছের ডাল টানিয়ে দেই। পরে একজন হেলপারকে শম্ভগঞ্জ থেকে নতুন চাকা আনতে পাঠাই। এর কিছুক্ষণ পর শেরপুরগামী দুটি বাস প্রতিযোগিতা করে পেছন দিক থেকে আসে। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করার সময় আমার ট্রাকে ধাক্কা লাগে।
ওই ট্রাকের অপর স্টাফ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমরা বিকল চাকা খুলে নতুন চাকা লাগানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে চোখের পলকে এ দুর্ঘটনা ঘটে যায়।
তার দাবি, মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।
ওসি আরও জানান, নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
প্রকৌশলনিউজ/সু