দেশে ডেল্টার জায়গা দখলে নিচ্ছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদফতর


প্রকৌশল প্রতিবেদক :
দেশে ডেল্টার জায়গা দখলে নিচ্ছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদফতর
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গা একটু একটু করে দখলে নিয়ে নিচ্ছে করোনার অতিসংক্রামক সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'।

রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এতথ্য জানান। তিনি বলেন, ওমিক্রনের উপসর্গগুলো এখন রোগীদের মধ্যে দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আক্রান্ত ৭৩ শতাংশ রোগীর নাক দিয়ে পানি ঝরছে। ৬৮ শতাংশ রোগীর মাথা ব্যথা, অবসন্নতা অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী। হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ রোগী, গলা ব্যথা ৬০ শতাংশ এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী। এ মুহূর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত।

নাজমুল ইসলাম বলেন, হাসপাতালে রোগী ভর্তি তিন থেকে চার মাসের তুলনায় অনেক বেশি বেড়েছে। এটি অব্যাহত আছে। ঢাকা শহরের সাধারণ কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪ হাজার ৭৩৬। এর মধ্যে খালি আছে ৩ হাজার ৪৫৫টি শয্যা। আইসিইউ ডেডিকেটেড মোট ৭৭৮ শয্যার মধ্যে খালি ৬৩৯টি।

১১৯টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন–ব্যবস্থা চালু আছে।হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নাজেল ক্যানুলার সরবরাহ রয়েছে।

টিকা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, প্রথম ডোজ নিয়েছেন মোট ৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ২৩৩ জন। ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। ১ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ১৪ লাখের বেশি শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।