শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ, তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস


ডেস্ক নিউজ
শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ, তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস
  • Font increase
  • Font Decrease

শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ। কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা গতকালের তুলনায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশী। শৈত্যপ্রবাহে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার (২৯ জানুয়ারি) কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আরও দু-এক দিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে।

এদিকে তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষজন। বোরো চারা রোপনের ভরা মৌসুম চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন তারা। তীব্র ঠাণ্ডা আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না দরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা। প্রচন্ড ঠাণ্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন জেলার শীতার্ত মানুষেরা। ঘন কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অফিস সুত্র জানায়, জেলার ৯ উপজেলায় সরকারী-বেসরকারী ভাবে প্রায় ৮০ হাজার কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।