শুভ জন্মদিন সাকিব


প্রকৌশল নিউজ :
শুভ জন্মদিন সাকিব

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের আজ জন্মদিন। লাল-সবুজের পতাকা উঁচু করে যিনি বহুবার গর্বে ভাসিয়েছেন দেশের কোটি সমর্থককে। তিনিই দেখিয়েছেন বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারও হতে পারেন বিশ্বতারকা। শুধু বিশ্বতারকাই নয়, সেরাদের সেরা।

১৯৮৭ সালের ২৪ মার্চে মাশরুর রেজা আর শিরিন শারমিন দম্পতির ঘর আলোকিত করে আসেন সাকিব। বাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। কিন্তু কিভাবে যে ক্রিকেটে চলে আসলেন তা ইতিহাস। তারপর ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন সাকিব আল হাসান। সেই থেকে শুরু। এরপর সাকিব ছুটেছেন তাঁর নিজস্ব গতিতে।

সাকিব আল হাসান-সব্যসাচী এক ক্রিকেটার, যার রেকর্ডবুকের এক একটি পাতা বাংলাদেশের ক্রিকেটের এক একটি ইতিহাস। পরিসংখ্যান কিংবা দলের জয়ে অবদান, সবকিছুতেই সাকিব অনন্য, অবিশ্বাস্য!

সাকিব তাঁর ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট ম্যাচ খেলেছেন ৫৭ টি, ব্যাট করেছেন ১০৬ ইনিংস, রান ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি, উইকেট ২১০ টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার, ক্যাচ ২৪ টি। 

ওডিআই ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯ টি, ইনিংস ১৯৭ টি, রান ৬৪৩৬, গড় ৩৮.০৮, স্ট্রাইক রেট ৮২.৩৪, শতক ৯ টি, অর্ধশতক ৪৮ টি, উইকেট ২৬৬ টি, বোলিং গড় ২৯.৭৩, ইনিংসে ৫ উইকেট ২ বার, ক্যাচ ২৪ টি।

এ ছাড়া টি-২০ ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬৭, উইকেট ৯২ টি, ইনিংসে ৫ উইকেট ১ বার, ক্যাচ ১৯ টি!

সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), কাউন্টি ক্রিকেট, বিগ ব্যাশ টি-টোয়েন্টি- যেখানেই খেলেছেন বাংলাদেশকে পরিচিত করেছেন নতুনভাবে।

শুধু তাই নয়,আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট অর্জন করা তৃতীয় ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রকৌশল নিউজ/এমআর