গুলশানে স্বামীর টাকা আত্মসাৎ মামলায় স্ত্রী আটক
স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা পরিবারের অন্য কাউকে না বলে উত্তোলন করে আত্মসাৎ মামলায় ভারতীয় পাসপোর্টধারী এক নারীকে আটক করেছে সিআইডি।
স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা পরিবারের অন্য কাউকে না বলে উত্তোলন করে আত্মসাৎ মামলায় ভারতীয় পাসপোর্টধারী এক নারীকে আটক করেছে সিআইডি।
সিআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় পাসপোর্টধারী অঞ্জু কাপুর তার প্রয়াত স্বামী মোস্তফা জগলুল ওয়াহিদের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গত ১০ অক্টোবর মোস্তফা জগলুল ওয়াহিদ মারা যান। এরপর অঞ্জু কাপুর তার স্বামীর মৃত্যুর বিষয়টি গোপন রেখে পরিবারের কাউকে না জানিয়ে মোস্তফা জগলুল ওয়াহিদে নামে থাকা গুলশান সিটি ব্যাংক থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে লাপাত্তা হয়ে যান।
বিষয়টি টের পেয়ে পরিবারের পক্ষ থেকে ২০ ডিসেম্বর গুলশান থানায় মামলা করা হয়।
গতকাল রাতে সিআইডির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা এলাকা থেকে অঞ্জু কাপুরকে আটক গ্রেফতার করে।
পাসপোর্ট অনুযায়ী অঞ্জু কাপুর ভারতের ব্যাঙ্গালুরুর স্থায়ী বাসিন্দা।