কঙ্গোনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউডে 'কুইন'খ্যাত কঙ্গনা রানাওয়াতকে ঘিরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রত্যেকদিনই নতুন নতুন বিতর্কে নিজেকে নিয়ে আসতেন কঙ্গনা রানাওয়াত। কখনও টুইটে, কখনও সংবাদমাধ্যমে ঠোঁটকাটা কথা বলতেও দেখা গিয়েছিল তাকে।

কঙ্গোনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড 'কুইন' খ্যাত কঙ্গনা রানাওয়াতকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় প্রত্যেকদিনই নতুন নতুন বিতর্কে নিজেকে জড়িয়ে ফেলছেন কঙ্গনা রানাওয়াত৷ কখনও টুইটে, কখনও বা সংবাদমাধ্যমে ঠোঁটকাটা কথা বলতেও দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি আবারো বিপাকে পড়েছেন তিনি। বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায় এবার মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে কঙ্গনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুশান্তের মৃত্যুর ঘটনায় জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করায় ২০২০ সালের নভেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা করেছিলেন।

অন্যদিকে, গত ৩ ডিসেম্বর এই মামলায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন জাভেদ আখতার। এরপর আদালতের পক্ষ থেকে জুহু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল গোটা বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিতে।

পুলিশের সেই জমা দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। সেই মামলায় আদালত এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কঙ্গনার নামে ৷

প্রকৌশল নিউজ/এস