প্রতিবন্ধী নারীকে ধাক্কা : চালক-হেলপার আটক, বাস জব্দ

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় ওই বাসের চালক ও তার হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

প্রতিবন্ধী নারীকে ধাক্কা : চালক-হেলপার আটক, বাস জব্দ

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় ওই বাসের চালক ও তার হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার সকালে তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেন, এন মল্লিক পরিবহনের ওই বাসটিসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তবে কবে কখন কোথা থেকে তাদের আটক করা হয়েছে, তাদের নাম-ঠিকানা কী- এসব বিষয়ে আর কোনো তথ্য দেননি মাহফুজুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত রোববার বাস থেকে ফেলে দেওয়ার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে র‌্যাব-১০। একইসঙ্গে ওই বাসটিও জব্দ করা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআর