ভাসানচরে যাচ্ছে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা
চট্টগ্রামের পতেঙ্গা নৌ-ঘাট থেকে নৌ-বাহিনীর জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবার ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা যাচ্ছে।
চট্টগ্রামের পতেঙ্গা নৌ-ঘাট থেকে নৌ-বাহিনীর জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবার ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা যাচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার এসব রোহিঙ্গাকে ক্যাম্প হতে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। পরে সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাসযোগে নগরের বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা গণমাধ্যমকে জানান, পতেঙ্গা নৌ-ঘাট থেকে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে নৌ-বাহিনীর জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
তিনি বলেন, শনিবার আরও প্রায় ১ হাজার ৩০০ জন রোহিঙ্গা ভাসানচর যাবে। তারা শুক্রবার চট্টগ্রামে পৌঁছবে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।