মেজর সিনহা হত্যার অভিযোগপত্র দাখিল
চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে র্যাব।
রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
মেজর সিনহা হত্যার পর সরকারিভাবে গঠন করা হয় একাধিক তদন্ত টিম। কয়েকদফা তদন্তের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আদালতে অভিযোগপত্র দাখিল করলো র্যাব।
এ ঘটনায় ১৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, টেকনাফ থানায় বসেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এই হত্যার মূল পরিকল্পনাকারী।
অভিযুক্তদের মধ্যে ১৪ জন গ্রেফতার ও একজন পলাতক রয়েছেন।