আমরা সংবিধানের বাইরে যাব না, ভাস্কর্য ইস্যুতে আলোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা সংবিধানের বাইরে যাব না। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও কিছু করব না। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে আলোচনা চলছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেমরা যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন, সেসব নিয়ে আলোচনা চলবে। আলোচনা অনেক দূর এগিয়েছে। তারা পাঁচটি প্রস্তাব আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান।
ভাস্কর্যের বদলে মিনার নির্মাণে আলেমরা যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ভাস্কর্যের বিপরীতে মিনার স্থাপনের প্রস্তাব দিয়েছেন। কী করা হবে, এসব নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তারা প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।