রাজধানীতে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য সৈয়াবুর রহমান কাওসারকে (২১) গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার করতো। এছাড়া জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকৌশল নিউজ/এমআরএস