৬ দফা দাবিতে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির স্মারকলিপি
বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির পক্ষ থেকে পূর্বের ডিপ্লোমা ফিরোত, সিলেকশন গ্রেড, প্রমোশন ও নিয়োগ বিধি পরিবর্তনসহ ৬ দফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সারা দেশে প্রায় ৫ হাজার ৭শত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা(এফডাব্লিওভি) দক্ষতার সাথে ৭ দিনের ২৪ ঘন্টা কাজ করে চলছে। কিন্ত এফডাব্লিওভি’রা চরম অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তাদের ন্যায় সংগত দাবির প্রেক্ষিতে সমিতির পক্ষ জেবুন নাহার আকতার মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় সাংগঠনিক সম্পাদক মাহবুবা অন্যান্য সদস্য ফৌজিয়া,মাহফুজ নাস,হামিদা,শাহাবাজ আজমাইন, প্লাবনী রয়,আরো অনেকে উপস্থিত ছিলেন।