অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে এ নিদের্শনা কার্যকর হবে।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্ব প্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
আরও বলা হয়, দোকানপাট, শপিংমল ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। রেস্তোরাঁয় বসে খাবার খেতে হলে দেখাতে হবে টিকার সনদ। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামদের সচেতন করতে বলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।
কয়েক সপ্তাহ ধরেই দেশে করোনা রোগী বাড়ছে। এমন পরিস্থিতিতে এ নিদের্শনা আসল।