অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ডে বাংলাদেশের নতুন দূত নিয়োগ
অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে নতুন দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকি, ডেনমার্কে রাষ্ট্রদূত একেএম শাহীদুল করিম এবং সুইজারল্যান্ড ও দেশটির জেনেভায় অবস্থিত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি পদে রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান যোগ দিবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৩১ জুলাই) জানিয়েছে, রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকি বিসিএস ক্যাডার (পররাষ্ট্র) দশম ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কূটনৈতিক পেশায় যুক্ত হন। তিনি বাংলাদেশের পক্ষে টোকিও, কলকাতা, ইসলামাবাদ এবং লন্ডন মিশনে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন ডেনমার্ক এ বাংলাদেশের রাষ্ট্রদূত পদে কর্মরত। এর আগে তিনি তুরস্কের রাষ্ট্রদূত ছিলেন।
রাষ্ট্রদূত একেএম শাহীদুল করিম বিসিএস ক্যাডার (পররাষ্ট্র) ১৮তম ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কূটনৈতিক পেশায় যুক্ত হন। তিনি বাংলাদেশের পক্ষে স্টকহোম, কায়রো এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে কর্মরত। এর আগে তিনি জেদ্দায় কনসাল জেনারেল ছিলেন।
রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান বিসিএস ক্যাডার (পররাষ্ট্র) নবম ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কূটনৈতিক পেশায় যুক্ত হন। তিনি বাংলাদেশের পক্ষে নয়াদিল্লি, জেনেভা এবং ইসলামাবাদ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সার্কের পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের পক্ষে অস্ট্রেরিয়ায় কর্মরত। তার আগে তিনি বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার হাইকমিশনার এবং মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন।