নৌপরিবহণ মন্ত্রণালয়ের 'শ্রেষ্ঠ কর্মকর্তা' কমডোর গোলাম সাদেক
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপরিবহণ মন্ত্রণালয় ১১টি সংস্থার মধ্যে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরে সব চেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান পায় বিআইডব্লিউটিএ। সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান কমডোর গোলাম সাদেককে ২০২০-২০২১ অর্থ বছরে নৌপরিবহণ সেক্টরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্বাচার পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ১১টি সংস্থার মধ্যে বিআইডব্লিউটিএ একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সাথে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরে নৌপথ উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিআইডব্লিউটিএর চুক্তি স্বাক্ষরিত হয়। বিআইডব্লিউটিএ তাদের নির্ধারিত কার্ষক্রম যথাযথভাবে শেষ করায় মন্ত্রণালয়ের ১১টি সংস্থার মধ্যে সব চেয়ে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সকল সংস্থার প্রধানদের মধ্যে তাদের ব্যক্তিগত দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও পারফরমেন্স মুল্যায়ন করে সংস্থাটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেককে ২০২০-২০২১ অর্থ বছরে নৌপরিবহণ সেক্টরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্বাচার পুরস্কার দেওয়া হয়।
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা মনে করেন, বিআইডব্লিউটিএ পরপর দুবার এপিএ’তে প্রথম স্থান এবং বিআইডব্লিউটিএর চেয়রাম্যানের জাতীয় শুদ্বাচার পুরস্কার সংস্থাটির কর্মকাণ্ড আরো বেগবান ও গতিশীল করে অভ্যন্তরীন নৌপথে যাত্রী ও মালামাল পরিবহন সেবা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সারা দেশের অভ্যন্তরীন নৌপথের যাত্রী ও মালামাল পরিবহণ ব্যবস্থা সূদৃঢ রাখার লক্ষ্যে বিআইডব্লিউটিএ নিয়োজিত। নৌপথের উন্নয়ন, নব্যতা রক্ষা, বন্দর অবকাঠামো উন্নয়ন, নৌপথে ঘাটের পন্টুন সংস্থাপন, নদীর সার্ভে কার্যক্রম, নৌপথে নিরাপদ নৌচলাচল ও নৌসহায়ক যন্ত্রপাতি স্থাপন, নৌপথে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহণ ব্যবস্থা সচল রাখতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি করোনা মহামারিকালীন সময়ে সংস্থাটি নৌপথের সকল পরিবহণ ব্যবস্থা চালু রেখে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।