অতি বৃষ্টির কারণে পানিতে ডুবে প্রাণ গেল ২৮ জনের
আফ্রিকার দেশ মরক্কোতে টানা বৃষ্টির কারণে পানিতে ডুবে ২৮ জন মারা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক গণ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, একটি ভবনের বেজমেন্টে শ্রমিকরা বসবাস করতেন। বৃষ্টির পানি জমে ভবনটি তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আফ্রিকার দেশ মরক্কোতে টানা বৃষ্টির কারণে পানিতে ডুবে ২৮ জন মারা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক গণ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, একটি ভবনের বেজমেন্টে শ্রমিকরা বসবাস করতেন। বৃষ্টির পানি জমে ভবনটি তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে।
মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।
এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা স্পষ্ট নয়। মৃত ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা পানিতে গাড়িগুলোকে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে ভিডিওতে। এরপর হঠাৎ করেই মরোক্কোতে এই দুর্যোগের কথা শোনা গেল।