কালীগঞ্জে সাংবাদিক রোজিনার মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা, আটকে রেখে হেনস্থা, মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি ও অবিলম্বে হেনস্থাকারী, দূর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে সাংবাদিক রোজিনার মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা, আটকে রেখে হেনস্থা, মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি ও অবিলম্বে হেনস্থাকারী, দূর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে মাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে বৃহস্পতিবার (২০মে) সকাল ১০টায় কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে দুই ঘণ্টা যাবত অবস্থান করেন তারা।

কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান এর সঞ্চালনায়, মানব বন্ধন কর্মসূচী শুরু হয়। এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আশরাফুল আলম আইয়ূব, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল গাফফার, দৈনিক ইত্তেফাক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স সাংবাদিক ক্লাব এর আহবায়ক ও দৈনিক সমকালের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাব এর সভাপতি মুজিবুর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, আব্দুর রহমান, বিজয় টিভির গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা টিভি সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম কালীগঞ্জ উপজেলা টিভি সাংবাদিক ক্লাব এর যুন্ম সাধারণ সম্পাদক, লোকমান হোসেন পনিরসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন-, তৈয়বুর রহমান, আজিজুর রহমান, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, দেশ নিউজ টিভির,ও দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোক্তাদির হোসেন, ফয়সাল আহম্মেদ সযরকার,আজগর হোসেন পাঠান, কালীগঞ্জ সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন সহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্ধ।

এ সময় বক্তরা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সম্মান সহকারে মুক্ত এবং স্বাস্থ্য বিভাগের ওই দূর্নীতিগ্রস্ত অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সারাদেশের মতো কালীগঞ্জের সাংবাদিকরাও রাজপথে নামার হুশিয়ারী দেন।

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণাও দেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।