গুগল প্লে মিউজিক সেবা বন্ধ

গুগল প্লে মিউজিক সেবা বন্ধ

গুগল পুরোপুরি বন্ধ করে দিয়েছে গুগল প্লে মিউজিক সেবা। এখন আর গুগল প্লে স্টোর কিংবা অন্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না অ্যাপটি। গুগল প্লে মিউজিককে ‘অফিশিয়ালি ডেড’ ঘোষণা করেছে গুগল। এখন সেবাটি খুঁজতে গেলে আগ্রহীদেরকে ভিন্ন আরেকটি পেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে লেখা, ‘গুগল প্লে মিউজিক এখন আর পাওয়া যাবে না’।

যারা এই অ্যাপটি ব্যবহার করে এসেছেন, তাদের দুংখিত হওয়ার কোনো কারণ নেই। ব্যাকআপের জন্য ইউটিউব মিউজিক অ্যাপে গানের ফাইল ট্রান্সফার করতে হবে।

গুগল জানিয়েছে, প্লে মিউজিকের সব ব্যবহারকারীর কাছে মেইল পাঠানো হয়েছে। কীভাবে ফাইল ট্রান্সফার করতে হবে সে বিষয়ে মেইলে নির্দেশনা দেয়া হয়েছে। প্রথমে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করে Settings এ যেতে হবে। এরপর Transfer from Google Play Music অপশনটি বেছে নিতে হবে। ট্রান্সফার হয়ে গেলে নোটিফিকেশনে তা জানিয়ে দেবে গুগল।

গুগল প্লে মিউজিক ব্যবহারকারীরা প্লে লিস্টস, আর্টিস্টস, অ্যালবামস, গান, কেনা কনটেন্ট, রেকমেন্ডেশন ও আপলোডস বিভাগগুলো ট্রান্সফারের সুযোগ পাবেন। অ্যানড্রয়েড ১০ চালিত নতুন ডিভাইস কিনলে প্লে মিউজিকের বদলে ইউটিউব মিউজিক প্রি-ইনস্টলড হিসেবে পাবেন ব্যবহারকারীরা।