পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। ১ এপ্রিল থেকে লকডাউন কার্যকর হবে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার। ১ এপ্রিল থেকে লকডাউন কার্যকর হবে, চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
 
লকডাউন কার্যকর হওয়ার সাত দিন পর রাজ্য মন্ত্রিসভা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন উসমান বুজদার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, শিল্প ও অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করবে না রাজ্য সরকার। লকডাউনে পরিবহন, নির্মাণ, পণ্য এবং শিল্প খাত আগের মতোই চলবে।

দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট ৬ লাখ ৫৯ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৫৬ জনের।