প্রবাসী আয় ৬ মাসে বেড়েছে প্রায় ৩৮ শতাংশ
করোনাভাইরাসের মহামারির মধ্যেও প্রবাসী আয় বড় ধরনের প্রবৃদ্ধিঅর্জিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ২৯৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার ১১৩ কোটি টাকার বেশি [প্রতি ডলার ৮৫ টাকা] ।

করোনাভাইরাসের মহামারির মধ্যেও প্রবাসী আয় বড় ধরনের প্রবৃদ্ধিঅর্জিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ২৯৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার ১১৩ কোটি টাকার বেশি [প্রতি ডলার ৮৫ টাকা] ।
এর আগের অর্থবছর প্রথম ছয় মাসে এই আয়ের পরিমাণ ছিল ৯৪০ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ে উল্লম্ফনের এই তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসে আয় এসেছে ২০৫ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের ডিসেম্বরে এই আয়ের পরিমাণছিল ১৬৯ কোটি ডলার।
বাড়তি প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার মজুতের নতুন রেকর্ড তৈরি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত ৩০ ডিসেম্বর রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। ১৫ ডিসেম্বর এই মজুত ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
এছাড়া, বিদায়ী বছরে ২ হাজার ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা ২০১৯ সালের তুলনায় ১৮ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৩২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, প্রবাসী আয় বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। এরপর থেকেই প্রবাসী আয়ে গতি আসে। তবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর তাতে নতুন মাত্রা দেখা দিয়েছে।