বিস্ফোরণের তৃতীয় দিনে আরো একটি মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরো একটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন।
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরো একটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন।
তিনি বলেন, ঘটনার তিন দিন পর ধ্বংসস্তূপ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবো। এর আগে হেনা বেগম নামে এক নারী তার বাবা নিখোঁজ আছেন বলে জানান।
উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে ওই দিনই দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। আজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।