মামুনুল আবারও ৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় আদালত মামুনুলকে রিমান্ড দিয়েছেন।
 
                                হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় আদালত মামুনুলকে রিমান্ড দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
প্রকৌশল নিউজ/এমআরএস
 
                         sumon.reporter.cr@gmail.com
                                    sumon.reporter.cr@gmail.com                                 
                 
                 
                 
                 
                 
                 
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
             
             
            
            
 
            
             
            
             
            
             
            
             
            
             
            
                                        
                                     
            
             
            
             
            
            