মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে লবিস্ট নিয়োগ তুরস্কের
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে এবার দেশটির একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে তুরস্ক। স্টেল্থ প্রযুক্তির এ বিমান তুরস্ক হাতে পেলে আকাশ প্রতিরক্ষায় অপ্রতিরোধ্য হয়ে উঠবে।

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে এবার দেশটির একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে তুরস্ক। স্টেল্থ প্রযুক্তির এ বিমান তুরস্ক হাতে পেলে আকাশ প্রতিরক্ষায় অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
দুই দেশের মধ্যে চুক্তি হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ২০১৯ সালে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির চুক্তি থেকে সরে আসেন।
আরব নিউজ জানিয়েছে, ভেস্তে যাওয়া ওই চুক্তিকে নতুন মার্কিন সরকারের আমলে আলোর মুখ দেখাতে আঙ্কারা আর্নল্ড অ্যান্ড পোর্টার নামে ওয়াশিংটনের একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মার্কিন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য সাড়ে ৭ লাখ ডলারের চুক্তি করে তুরস্ক।
এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে শতাধিক স্টিলথ বিমান কিনার জন্য চুক্তি করেছিল তুরস্ক।
কিন্তু রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষাব্যাবস্থা কেনার পর ২০১৯ সালে ট্রাম্প তুরস্কের কাছে এসব যুদ্ধবিমান আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।