মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ শিথিলের মধ্যে জনসাধারণের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ শিথিলের মধ্যে জনসাধারণের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে। তথ্য অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, আজ রাত ১২টা থেকে ২৩ জুলাই সকাল ৬.০০টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।