লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সারাদেশে আগামী ১৪ এপ্রিল থেকে জারিকৃত সর্বাত্মক লকডাউন কার্যকরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সারাদেশে আগামী ১৪ এপ্রিল থেকে জারিকৃত সর্বাত্মক লকডাউন কার্যকরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার আগামী ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের সর্বাত্মক লকডাউন জারি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে সবাই যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তাবায়ন নিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করবেন। নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে।
প্রকৌশল নিউজ/শা