প্রধানমন্ত্রীর ফর্মুলাতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ফর্মুলা দিয়েছেন সেটা ফলো করেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী কয়েকবার মিয়ানমার সফর করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি দ্বিপাক্ষিক, তৃপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে মিয়ানমার অনেক কিছু কমিটমেন্ট করলে সেগুলো মানছে না বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধানমন্ত্রীর  ফর্মুলাতে  রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ফর্মুলা দিয়েছেন সেটা ফলো করেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী কয়েকবার মিয়ানমার সফর করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি দ্বিপাক্ষিক, তৃপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে মিয়ানমার অনেক কিছু কমিটমেন্ট করলে সেগুলো মানছে না বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন। গত ১৪ ডিসেম্বর এ সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সাত সদস্যের এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আলোচনার বিষয় ছিল- যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো। এজন্য যা যা করণীয় আমরা তা করছি। পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে চীন, জাপান ও জার্মানির সঙ্গে মিটিং করেছেন। যাদের আইডেন্টিফাই করা হয়েছে শিগগির তাদের ফেরত পাঠানো হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদী।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গারা নিজেরাই গিয়েছেন, কাউকে জোর করে নেয়া হয়নি। সেখানে এক লাখ যেতে পারবেন। যারা যেতে চাইবেন তারা যেতে পারবেন। তবে কেউ যাতে প্রয়োজন ছাড়া ভাসানচরে না যায়, সেখানে গিয়ে যাতে নতুন সমস্যা তৈরি না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘কক্সবাজারে ১৮০টি এনজিও কাজ করছে। ভাসানচরে ইতোমধ্যে ২২টি এনজিও কাজ শুরু করেছে। নিবন্ধন না থাকায় এনজিও ব্যুরো কয়েকটি এনজিওকে নিষিদ্ধ করেছে। তারা ওখানে কাজ করতে পারবে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ মহাপরিদর্শকসহ কমিটির সদস্যরা।