হরতা‌লে বাধা দিলে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি মামুনুলের

হরতা‌লে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক।

হরতা‌লে বাধা দিলে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি মামুনুলের

হরতা‌লে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক।

নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ ও বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনায় রোববার সকাল-সন্ধ্যা হরতা‌ল ডেকেছেন তারা।

বায়তুল মোকাররমের গেইটে আজ শনিবার হেফাজত আয়োজিত এক বি‌ক্ষোভ সমা‌বে‌শে তিনি এ হুঁশিয়ারি দেন। 

এ সময় মামুনুল হক বলেন, 'হেলমেট বাহিনী মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করেছে। মসজিদে ঢুকে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। রাজপথে নেমে এলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না। হেলমেট বাহিনীকে আশ্রয় দিয়েছে পুলিশ।'

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি আহমেদ আলী কাশেমী, ফজলুল করিম কাশেমি, মুফতি মাহফুজুল হক, মুফতি জসিম উদ্দিন, মুহিবুল্লাহ মাওলানা হাসান জামিল প্রমুখ।