হেফাজতের জরুরী বৈঠক বসেছে হাটহাজারীতে

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে হাটহাজারীতে সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের নিয়ে জরুরী বৈঠক শুরু হয়েছে।

হেফাজতের জরুরী বৈঠক বসেছে হাটহাজারীতে

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী নেতৃত্বে হাটহাজারীতে সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের নিয়ে জরুরী বৈঠক শুরু হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে এ বৈঠক শুরু হয় বলে গণমাধ্যমকে জানান হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নানান ইস্যু নিয়ে বৈঠকটি চলছে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হারুন বিন ইজহারের ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক শেষে সব বিষয় জানানো হবে।