৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ পিএসসি'র
৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সুপারিশ পেয়েছেন চার হাজার জন।
৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সুপারিশ পেয়েছেন চার হাজার জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ নিয়োগের ফল প্রকাশ করে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী করোনা চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়।
গণমাধ্যমে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহ্মদ বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট চার হাজার চিকিৎসক নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে।’
তিনি আরও বলেন, ৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত মোতাবেক চার হাজার চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
প্রকৌশলনিউজ/সু