‘পুরুষ-নারী এসকট ইন বিডি’ প্রতারণায় জড়িত চক্রটি

ফেসবুকে একাধিক পেইজ খুলে দেশব্যাপী “কল সার্ভিসে” ছেলে-মেয়ে নিয়োগের নামে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। একই সঙ্গে ‘পুরুষ-নারী এসকট ইন বিডি’ নামে ফেসবুক আইডির মাধ্যমে নিয়োগের প্রচারণা ও অশ্লীল ছবিসহ নানা ধরনের পোস্ট দিয়ে আসছিল চক্রটি। অভিযোগ পেয়ে পঞ্চগড় জেলার সদর ও বোদা থানা এলাকা থেকে প্রতারণায় জড়িত দুজনকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেটিগেশন (পিবিআই)। আটককৃতরা হলেন- শিশু শ্রী আনন্দ দেবনাথ এবং শ্রী দিপু চন্দ্র বর্মন।

‘পুরুষ-নারী এসকট ইন বিডি’ প্রতারণায় জড়িত চক্রটি

ফেসবুকে একাধিক পেইজ খুলে দেশব্যাপী “কল সার্ভিসে” ছেলে-মেয়ে নিয়োগের নামে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। একই সঙ্গে ‘পুরুষ-নারী এসকট ইন বিডি’ নামে ফেসবুক আইডির মাধ্যমে নিয়োগের প্রচারণা ও অশ্লীল ছবিসহ নানা ধরনের পোস্ট দিয়ে আসছিল চক্রটি। অভিযোগ পেয়ে পঞ্চগড় জেলার সদর ও বোদা থানা এলাকা থেকে প্রতারণায় জড়িত দুজনকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেটিগেশন (পিবিআই)। আটককৃতরা হলেন- শিশু শ্রী আনন্দ দেবনাথ এবং শ্রী দিপু চন্দ্র বর্মন।

রোববার বিকালে ঠাকুরগাঁও জেলা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে সদর থানার আয়মাঝলই বাজার এবং বোদা থানার নয়নীবুরুজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিম কার্ডসহ মোবাইল ফোন, কম্পিউটার ডিভাইস ও সিডি উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, প্রতারিত ব্যক্তিরা তাদের ওই ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে প্রতারক চক্রের সদস্যরা তাদের মোবাইল নম্বরে ৬১০ টাকা বিকাশ করতে বলতেন। এভাবে তারা টাকা হাতিয়ে নিতেন।

পিবিআই জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের নজরে তাদের প্রতারণার বিষয়টা আসে। তখন পিবিআইয়ের সদর দপ্তরের ডিআইজি বনজ কুমার মজুমদারের নির্দেশনায় পিবিআই ঠাকুরগাঁও জেলার ইউনিট ইনচার্জ সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক মো. মহসিন আলী এবং উপপরিদর্শক (এসআই) তম্ময় দত্তের নেতৃত্বে একটি চৌকস দল কাজ শুরু করে।

পিবিআইয়ের এই চৌকস দলটি অভিযান চালিয়ে সাইবার অপরাধ ও প্রতারণায় ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন, সিম কার্ড, কম্পিউটার ডিভাইস, সিডি, ডিএসএলআর ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। এছাড়াও ওই প্রতারক দলের সক্রিয় সদস্য শ্রী আনন্দ দেবনাথ ও দিপু চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিশু এবং অন্য আসামিরা জিজ্ঞাসাবাদে সাইবার অপরাধে জড়িত থাকার স্বীকার করেন। এছাড়াও পলাতক সুবল চন্দ্রসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন জড়িত বলে জানান।

পিবিআই ঠাকুরগাঁও জেলার সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম গণমাধ্যমে জানান, প্রতারক চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে পিবিআই, ঠাকুরগাঁও জেলা তৎপর আছে। শিগগির অপর সদস্যদেরও আটক করা হবে।

এ ঘটনায় আটক শিশু আনন্দ, দিপু সহ পলাতক সুবলসহ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার আইনে একটি মামলা হয়েছে। রবিবার পিবিআইয়ের এসআই (নি.) তম্ময় দত্ত বাদী হয়ে পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে পুলিশ পরিদর্শক (নি.) মো. জাহাঙ্গীর আলম মন্ডলকে নিয়োগ করা হয়।

আটককৃত শিশু শ্রী আনন্দ দেবনাথ পঞ্চগড় জেলার বোদা থাবার নয়নীবুরুজ গ্রামের শ্রী নির্মল দেবনাথের ছেলে। আর শ্রী দিপু চন্দ্র বর্মন একই থানার সুরিয়াপাড়া গ্রামের শ্রী অমূল্য চন্দ্র বর্মনের ছেলে।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি/এমআরএস