এএমটিওবি নতুন সভাপতি এরিক অ্যাস
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এএমটিওবি) বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসকে এর নতুন সভাপতি নির্বাচিত করেছে। এএমটিওবি’র বিদায়ী প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদের রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এএমটিওবি) বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসকে এর নতুন সভাপতি নির্বাচিত করেছে। এএমটিওবি’র বিদায়ী প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
২৫ আগস্ট এএমটিওবি-এর ভার্চুয়াল বোর্ড সভায় রবির ভারপ্রাপ্ত সিইও এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার রিয়াজ রাশেদকে বোর্ডের পরিচালক হিসেবে স্বাগত জানিয়ে মাহতাব উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানানো হয়।
এরিক অ্যাস বলেন, ‘দেশ এবং আমাদের শিল্পের আরও উন্নয়ন নিশ্চিত করতে এএমটিওবি সরকার, নিয়ন্ত্রক, নীতি-নির্ধারক এবং অন্যান্য অনেক স্টেকহোল্ডারের সাথে কাজ চালিয়ে যাব। দেশের ডিজিটাল বিকাশ, অর্থনীতি এবং মানুষের জীবিকার আরও উন্নতির জন্য আমরা সুযোগ কাজে লাগিয়ে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাব।’
প্রকৌশল নিউজ/এমআরএস